সোমবার, ২৩ নভেম্বর ২০২০
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যা মামলায় রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ
Home Page » বিবিধ » বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যা মামলায় রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশমোঃ আরিফ হুসাইন, প্রতিবেদক বঙ্গ-নিউজঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যা মামলায় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশালের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
আদালত থেকে বেরিয়ে আইনজীবীরা জানান, মোট ১৭ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে শুনানি শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় রাসেল মিয়া উপস্থিত ছিলেন। মামলার বাদী সাওদার মা শাহেদা বেগম।
জানা গেছে, ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় সাওদাকে কুপিয়ে গুরুতর জখম করেন রাসেল মিয়া। গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে ঢাকার হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় সাওদার।
বাংলাদেশ সময়: ১২:১০:২২ ৬৮৪ বার পঠিত ##সাওদা #বরিশাল বিশ্ববিদ্যালয় #হত্যা