
রবিবার, ২২ নভেম্বর ২০২০
বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে নতুন দুজন নিয়োগ পেলেন
Home Page » জাতীয় » বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে নতুন দুজন নিয়োগ পেলেন
বঙ্গনিউজঃ বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে নতুন দুজন নিয়োগ পেলেন। আজ রবিবার দুপুর ২টার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা বলা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত দুজন হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সায়দুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খান। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তারা ৬২ বছর বয়স পর্যন্ত এই পদে থাকতে পারবেন। বাংলাদেশ সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর আছেন। নতুন দুজনকে নিয়ে এখন ডেপুটি গভর্নর চারজন হলেন। তবে চারজনের মধ্যে একজনের মেয়াদ আগামী মাসে শেষ হবে, তার নাম এস এম মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৫:২৩:২৩ ৫০৭ বার পঠিত # #উপসচিব #ডেপুটি #বাংলাদেশ ব্যাংক