শনিবার, ২১ নভেম্বর ২০২০

আমার মনের মানুষ যেরে - রাধাবল্লভ রায়

Home Page » সাহিত্য » আমার মনের মানুষ যেরে - রাধাবল্লভ রায়
শনিবার, ২১ নভেম্বর ২০২০



রাধাবল্লভ রায়

হারিয়ে গেছে কবিতা আমার

কোথায় জানি না
আমার স্মৃতির পটে
আর নাহি ভেসে উঠে
তাহার মুরতিখানা।
যতবার ভাবি ততবার কাঁদি
মন ছুটে যায় অসীমের পানে
কোন চিহ্ন নাহি তার
শূন্য নিরাকার
তাহার ছবি আঁকি কেমনে?
এসেছিল যে ইচ্ছে করে
আমার এই ভাঙা ঘরে
করিলাম অবজ্ঞা তারে
যেদিকে তাকাই দেখা নাহি পাই
ডাকি তারে বারে বারে।
কবিতার প্রেম নিকষিত হেম
হয়ে যাই আনন্দে আত্মহারা
ভালো বাসি যারে
হারাইলাম তারে
যার প্রেমে হয়েছি মাতোয়ারা।

২১/১১/২০২০

বাংলাদেশ সময়: ২১:০২:২৬   ৫৪১ বার পঠিত   #  #  #