শনিবার, ২১ নভেম্বর ২০২০
মাস্ক পরিধান না করায় টাঙ্গাইলে জরিমানা
Home Page » সারাদেশ » মাস্ক পরিধান না করায় টাঙ্গাইলে জরিমানামোঃ আরিফ হুসাইন,প্রতিবেদক বঙ্গনিউজঃ টাঙ্গাইলে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
টাঙ্গাইলের গোপালপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ৯ জনকে ২৪শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে উপজেলার কোনাবাড়ী বাজারে ও পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। সবারই উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
বাংলাদেশ সময়: ২০:০৩:৩৭ ৫২১ বার পঠিত #জরিমানা #টাঙ্গাইল #মাস্ক