
শনিবার, ২১ নভেম্বর ২০২০
কোহলি বনাম রোহিত যুদ্ধ
Home Page » ক্রিকেট » কোহলি বনাম রোহিত যুদ্ধমোঃ সুমন হেসেন,প্রতিবেদক বঙ্গনিউজ : ভারতের জাতীয় দলে অধিনায়কত্ব বিষয়ে নিরব যুদ্ধে জড়িয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ানসকে পাঁচবার শিরোপা এনে দিয়েছেন রোহিত।
অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে এখনো শিরোপার মুখ দেখেননি কোহলি। দীর্ঘ ৮ বছরের অধিনায়কত্বে বলার মতো কোনো সাফল্যই পাননি তিনি।
এমন পরিসংখ্যান বিশ্লেষণে ভারতে দাবি উঠেছে, টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব রোহিতের কাঁধে তুলে দেয়া হোক। এতে কোহলির ওপর চাপ কমবে। দল যোগ্য টি-টোয়েন্টি অধিনায়ক পাবে।
কিন্তু ক্রিকেটবোদ্ধাসহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এই দাবির পক্ষে নন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি জাতীয় দলের জন্য দুই অধিনায়ক–তত্ত্বে বিশ্বাসী নন।
যে কারণে কোহলির পাশে অধিনায়ক হিসেবে রোহিতকে চান না কপিল।
এ বিষয়ক এক প্রশ্নের জবাবে কপিল দেব বলেন, ‘আমাদের ক্রিকেটীয় সংস্কৃতিতে বিষয়টি যায় না। একাধিক অধিনায়ক রাখা হয়নি কখনোই। আপনি কি কোনো বহুজাতিক কোম্পানিতে দুজন প্রধান নির্বাহী দেখেছেন? কোহলি যদি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার জন্য প্রস্তুত থাকে, তাহলে রোহিতকে কেন অধিনায়ক করার কথা বলা হয়? তিন ফরম্যাটেই কোহলি অধিনায়ক থাকুক।’
তবে শুধু সংস্কৃতির দোহাই দিয়েই ক্ষান্ত হননি কপিল দেব। অধিনায়কত্বের ব্যাপরে কোহলির পাশে দাঁড়াতে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ জানালেন কপিল।
তিনি বলেন, ‘আমাদের তিন সংস্করণের দলে ৭০ থেকে ৮০ শতাংশ খেলোয়াড় একই। খুব কমই পরিবর্তন এখানে। তাই ভিন্ন ভিন্ন চিন্তাধারার দুজন অধিনায়ক রাখার কোনো মানে দেখছি না। বরং এমন সিদ্ধান্ত খেলোয়াড়দের মধ্যে বিভেদ বাড়ায়