বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৩

“সন্তানকে বুকের দুধ খাওয়ালে মায়ের ডিম্বাশয়ে ক্যান্সারের আশঙ্কা কমে”

Home Page » এক্সক্লুসিভ » “সন্তানকে বুকের দুধ খাওয়ালে মায়ের ডিম্বাশয়ে ক্যান্সারের আশঙ্কা কমে”
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৩



breast-feeding-maternal-child-dimbasaye-reduced-risk-of-cancer.jpgবঙ্গ-নিউজ ডটকম:বুকের দুধ খাওয়ালে মায়ের ডিম্বাশয়ে ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা দুই-তৃতীয়াংশ কমে। সন্তানকে যত বেশি দুধ খাওয়ানো হবে ততই ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে উঠবে।অস্ট্রেলিয়ার গবেষকরা ক্যান্সার আক্রান্ত ৪৯৩ নারীর সঙ্গে সমবয়সী ৪৭২ জন নারীর তুলনা করেছেন। এক সমীক্ষার ভিত্তিতে নতুন এ তথ্য দিয়েছেন তারা। এর আগে অনেক গবেষণায় দেখা গেছে, সন্তানকে বুকের দুধ খাওয়ালে মায়ের স্তন ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যায়। নতুন এ গবেষণার ফলাফল আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত হয়েছে।

গবেষকরা সমীক্ষায় সঙ্গে জড়িত মায়েদেরকে বেশ কিছু প্রশ্ন করেন। তারমধ্যে আপনার কতজন সন্তান আছে এবং তাদের প্রত্যেককে কতদিন বুকের দুধ খাইয়েছেন’- এ দু’টি প্রশ্নও করা হয়।

গবেষকরা দেখতে পেয়েছেন, যারা সাত মাসের কম সময় সন্তানকে বুকের দুধ দিয়েছেন তাদের তুলনায় যারা সন্তানকে অন্তত ১৩ মাস বুকের দুধ খাইয়েছেন সে সব মায়ের টিউমার হওয়ার আশঙ্কা ৬৩ শতাংশ কম।

এ ছাড়া, যে সব মায়ের সন্তান বেশি তাদের এ সুফলের হারও বেড়েছে। গবেষকরা দেখতে পেয়েছেন, যে সব মায়ের তিনটি সন্তান আছে এবং তাদেরকে গড়ে ১৩ মাস বুকের দুধ খাইয়েছেন, তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রায় ৯১ শতাংশ হ্রাস পায়।

সন্তানকে বুকের দুধ দিলে ডিম্বের উতপাদন বিলম্ব ঘটে এবং ডিম্বাশয়ে ওস্ট্রেওজেন-সমৃদ্ধ তরল পদার্থের উপস্থিতি কম ঘটে। সব মিলিয়ে ক্যান্সারের আশঙ্কা কমে বলে মনে করছেন গবেষকরা।

ডিম্বাশয় ক্যান্সারকে ‘নীরব ঘাতক’ বলা হয়। সাধারণভাবে এ রোগের উপসর্গ বা আলামত বোঝা যায় না এবং রোগটি যখন ধরা পড়ে ততক্ষণে ক্যান্সারের বেশ বিস্তার ঘটে গেছে।

বাংলাদেশ সময়: ১৩:০১:২৪   ৬৫৬ বার পঠিত