বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

‘গলে যায়’- উলফাৎ পারভীন রোজী

Home Page » সাহিত্য » ‘গলে যায়’- উলফাৎ পারভীন রোজী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০



গলে যায়

জানালায় দাড়িয়ে দেখি অপূর্ব সৃষ্টি
আকাশ থেকে ঝরা সাদা সোনা
ঝিরিঝিরি বরফের অবিরাম বৃষ্টি।
বিস্মিত স্তব্ধ আমি
সৌন্দর্য শোভা কানায় কানায়
শুকনো গাছের ডালে জমা বরফ
রাস্তার ধারে পেজা তুলোর মত বরফ
বাড়ির ছাদে, গাড়ির ছাদে বরফ
শুধু বরফ, দিগন্ত বিস্তৃত বরফ।
বাতায়নে চোখ মেলে দেখি
মেঘে ঢাকা সুর্য দেয়না দেখা
চারিদিকে নির্জনতা
তুষার ঝড়ে দিন কাটেনা।
কি অদ্ভুত
যেখানেই দৃষ্টি মেলি
বরফে ঢেকে থাকা সাদা মাটি
শ্বেত পাথরে ঢাকা এই শহর
শুধু বরফ, দিগন্ত বিস্তৃত বরফ

উলফাৎ পারভীন রোজী

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩১   ৭৯২ বার পঠিত   #  #  #  #