
বুধবার, ৩১ জুলাই ২০১৩
‘ক্রসফায়ারে’ নিহত মিল্কির ‘খুনি’ তারেক
Home Page » জাতীয় » ‘ক্রসফায়ারে’ নিহত মিল্কির ‘খুনি’ তারেকবঙ্গ-নিউজ ডটকম: যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কি হত্যাকারী হিসেবে ‘চিহ্নিত’ এইচ এম জাহিদ সিদ্দিক তারেক ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন।
বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দর সড়কে ‘ক্রসফায়ারের’ এই ঘটনা ঘটে বলে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান জানিয়েছেন।
তারেক ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার প্রথম প্রহরে গুলশানে গুলিতে নিহত মিল্কি ছিলেন সাংগঠনিক সম্পাদক।
মিল্কি যেখানে হত্যাকাণ্ডের শিকার হন, সেই বিপণি বিতানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখে র্যাব বলেছিল, তারেকই ছিল মিল্কির খুনি।
তারেককে মঙ্গলবার গ্রেপ্তার করা হলেও তিনি রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সেখান থেকে রাতে তাকে গুলশান থানায় আনার পথে তার সহযোগীরা র্যাবের ওপর হামলা চালায় বলে জিয়াউল আহসান জানান।
“দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় পালাতে গিয়ে নিহত হন তারেকসহ দুজন।”
নিহত অন্যজন কে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি র্যাবের সদস্য নন।
‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জিয়াউল আহসান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:০০:১০ ৪০৫ বার পঠিত