বুধবার, ১৮ নভেম্বর ২০২০

চারটি রকেট গিয়ে পড়ল বাগদাদে মার্কিন দূতাবাসের পাশে

Home Page » বিশ্ব » চারটি রকেট গিয়ে পড়ল বাগদাদে মার্কিন দূতাবাসের পাশে
বুধবার, ১৮ নভেম্বর ২০২০



---

আইভি হোসেন বঙ্গনিউজঃ ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তারবেষ্টিত গ্রিন জোনে আবার রকেট হামলা হয়েছে। গতকাল (মঙ্গলবার) গ্রিন জোন এলাকায় চারটি রকেট আঘাত হানে।ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন দূতাবাসের কাছে চারটি কাতিউশা রকেট আঘাত হানে।বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় নতুন বাগদাদ এলাকা থেকে এসব রকেট ছোঁড়া হয়।হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয় নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের কয়েকজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, গতকালের রকেট হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত। এরপরও গত কয়েক বছর ধরে গ্রিন জোন এলাকায় মাঝেমধ্যেই রকেট হামলা চলে আসছে।

বাংলাদেশ সময়: ১৫:০১:১৩   ৪৩০ বার পঠিত   #  #  #  #