মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
বিদ্যুৎ বিহীন সিলেট
Home Page » সারাদেশ » বিদ্যুৎ বিহীন সিলেট
বঙ্গনিউজ,সিলেট প্রতিনিধিঃ সিলেটের আখালিয়াস্থ কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুমানিক সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।
আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের জয়ন্ত কুমার নামের এক সদস্য আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। তবে কেনো এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এ বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিসের উপ পরিচালক শওকত আলী। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৫টি টিম ঘটনাস্থলে আসে।
বিদ্যুৎ কেন্দ্রর দুটি স্থানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিদ্যুৎ কেন্দ্রে মেশিনের ভেতরে থাকা তেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:১৫:০৭ ৫৩৮ বার পঠিত # #ফায়ার সার্ভিস #বিদ্যুৎ #সিলেট