মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
এএসপি শিপন হত্যা: মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডা. মামুন গ্রেফতার
Home Page » সারাদেশ » এএসপি শিপন হত্যা: মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডা. মামুন গ্রেফতার
বঙ্গনিউজঃ রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপন হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ।
দুপরে এক সংবাদ সম্মেলনে ডিসি হারুন বলেন, এ মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৫ জন ১৬৪ ধারায় জবানবন্দিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের নাম বলেছে। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:৪৫ ৪৩০ বার পঠিত