মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
১২ দিনে ১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠানোর রেকর্ড
Home Page » অর্থ ও বানিজ্য » ১২ দিনে ১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠানোর রেকর্ডস্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: বিশ্বব্যাপী ভয়াবহ করোনার করাল থাবায় ব্যপক ভাবে অর্থনৈতিক মন্দা চলছে। অনেক উন্নত দেশসহ ভারতের প্রবৃদ্ধিও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সেই দিক থেকে বাংলাদেশ অনেকটাই প্রবৃদ্ধিকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক ভাবেও আই এম এফ এটা স্বীকার করেছে। এই প্রবাহ অক্ষুন্ন রাখার অন্যতম একটি কারণ হলো বৈদেশিক রেমিট্যান্স আহরণ। করোনা মহামারির মধ্যেই চলতি বছরের নভেম্বরের মাত্র ১২ দিনে ১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠানোর রেকর্ড হয়েছে। দেশের ইতিহাসে এ ঘটনা বিরল উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একক মাসের ১২ দিনে এই পরিমাণ রেমিট্যান্স এর আগে কখনোই আসেনি। প্রবাসীদের আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
বলা হয়, জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৯ দশমিক ৮৯১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গেলো বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬ দশমিক ৮৯৭ বিলিয়ন ডলার। এ হিসেবে এবার প্রায় ৪৩ দশমিক ৪২ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
প্রবাসী আয়ের ধারা ঊর্ধ্বমুখী রাখতে সরকার ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে রেমিট্যান্স পাঠানোয়। এই সময়ে রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতি গতিশীল রাখতে চালকের ভূমিকা পালন করছেন বলে মনে করেন অর্থমন্ত্রী।
নভেম্বরের ১২ দিনে প্রবাসীরা ১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গড়ে প্রতি মাসে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করছেন প্রবাসীরা। এটিও দেশের ইতিহাসে বিরল ঘটনা।
বাংলাদেশ সময়: ২০:০৮:১৬ ৬৯৪ বার পঠিত # # #প্রবাহ #বৈদেশিক মুদ্রা #মার্কিন ডলার #রেকর্ড #রেমিট্য্যান্স