সোমবার, ১৬ নভেম্বর ২০২০

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কি করছে সরকার , শুধু পদ্মা সেতু নিয়ে ভাবতে বারন করলেন..

Home Page » প্রথমপাতা » দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কি করছে সরকার , শুধু পদ্মা সেতু নিয়ে ভাবতে বারন করলেন..
সোমবার, ১৬ নভেম্বর ২০২০



ফাইল ছবি

মোঃ সুমন হেসেন,প্রতিবেদক বঙ্গনিউজ : জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেছেন, শুধু পদ্মা সেতু নিয়ে থাকলে চলবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের অস্বাভাবাবিক ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। সিন্ডিকেটের মাধ্যমেই এটা করা হচ্ছে।

রোববার দুপুরে রংপুরের পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, দ্রব্যমূল্যের কারণে কোনো মানুষ যেন না খেয়ে মারা না যায়, যেন দুর্ভিক্ষ তৈরি না হয় সেটি সরকারকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, যেখানে আমাদের দেশে বিপুল টাকার বাজেট হয়। সেখানে সাড়ে ৮ হাজার কোটি টাকা কোনো ব্যাপার নয়। চীন না দিলে নিজেদের অর্থায়নেই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এছাড়া ভারতের সঙ্গে অভিন্ন ৫৪ নদীও শাসন করতে হবে। তিস্তা খনন করা গেলে এ অঞ্চলের কৃষি উন্নত হবে। স্বাভাবিক জীবনে ফিরতে পারবে লাখ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৫৭   ৫৫৬ বার পঠিত   #  #  #