রবিবার, ১৫ নভেম্বর ২০২০
মানস এর সিলেট নগরীর ৮ নং ওয়ার্ড এর কমিটি গঠন।
Home Page » সারাদেশ » মানস এর সিলেট নগরীর ৮ নং ওয়ার্ড এর কমিটি গঠন।
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এর সিলেট নগরীর ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ছড়াকার প্রশান্ত লিটনকে সভাপতি ও আশরাফ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ফরহাদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি সিলেট জেলা কমিটি অনুমোদন দিয়েছে।
উপদেষ্টা পরিষদ হিসেবে দেবজ্যোতি মজুমদার রতন, মাছুম আহমেদ ,রিপন এষ চৌধুরী , সঞ্জয় দেব ,নুরুল ইসলাম নুর সাহেদ আহমেদ,অজয় তালুকদার সহ সভাপতি মনোজ দত্ত মুন্না কোষাধ্যক্ষ - মিঠু ঘোষ, নির্বাহীসদস্যবৃন্দঃ বিজীত দেব, সালেহ আহমেদ, রাজিব দাস, সজীব চক্রবর্তী, আবু রুবায়েত সাকিব, তাহমিদ আহমেদ।
বাংলাদেশ সময়: ২২:০২:০১ ৫২৩ বার পঠিত # #মাদকদ্রব্য #মানস #সিলেট