রবিবার, ১৫ নভেম্বর ২০২০
পুলিশদেরকে দেওয়া হবে ‘বিশেষ সুবিধা’
Home Page » জাতীয় » পুলিশদেরকে দেওয়া হবে ‘বিশেষ সুবিধা’স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা তথা দেশ পুলিশের উপর একান্ত নির্ভরশীল। প্রতিটি রাষ্ট্রের ক্ষেত্রে ও এর ব্যতিক্রম দেখা যায় না। পুলিশ বিহীন রাষ্ট্রে শান্তি-শৃংখলা কল্পনা করা যায় না। তবে কিছু কিছু পুলিশ অসততায়ও জড়িত হওয়ার দৃষ্টান্ত বিরল নয়। সেই জন্য সাধারণ মানুষ পুরো একটা বাহিনীর প্রতি বিরূপ মনোভাব পোষণ করে থাকেন। দায় এসে যায় সরকারের উপর। তথাপী আমরা পুলিশের সার্বিক কল্যাণ কামনা করি।
পুলিশ বাহিনীকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় প্রতি বছর ১ মাসের মূল বেতনের সমপরিমান অর্থ ভাতা হিসেবে দেওয়া হবে। এছাড়া অন্যান্য ছুটির সঙ্গে যোগ হবে বছরে ১৫ দিনের ‘শ্রান্তি বিনোদন ছুটি’। পুলিশ বাহিনীর সদস্যদের জন্য এমন সুবিধার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তা বাস্তবায়ন করা হচ্ছে।
বিশেষ এই ভাতা কার্যকর করতে সরকারের ব্যয় হবে ৩৫৫ কোটি ৮৬ লাখ টাকা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে এর একটি চূড়ান্ত খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। সব পুলিশ সদস্যরাই এই সুবিধা ভোগ করবেন। তবে শ্রান্তি বিনোদন ছুটির ব্যাপারে বলা হয়েছে, চাকরির বয়স ৩ বছর হলে তবেই এই সুবিধা ভোগ করতে পারবেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, এটা ভালো একটা উদ্যোগ। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করি। অতিরিক্ত ডিউটির কারণে অনেক সময় পুলিশ সদস্যা অবসাদগ্রস্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে শ্রান্তি বিনোদন ছুটিটা খুবই কাজে লাগবে। তবে পুলিশকে মনে রাখতে হবে, এটা করা হয়েছে দায়িত্বে আরো বেশি মনোযোগী হওয়ার জন্য।
বাংলাদেশ সময়: ১১:৩৪:২৪ ৬০৩ বার পঠিত #উৎসাহ প্রদান #পুলিশ #প্রনোদণা #সুবিধা প্রদান