বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
আজ বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফট
Home Page » ক্রিকেট » আজ বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফটবঙ্গ-নিউজঃ বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর একটি হোটেলে দুপুর ১২টায় শুরু হবে প্লেয়ার ড্রাফট। চার ক্যাটাগরিতে ড্রাফটে অংশ নিবেন মোট ১৫৬ জন ক্রিকেটার।
‘এ’ গ্রেডে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুস্তাফিজুর থাকছেন। সর্বোচ্চ ১৫ লাখ টাকা পারিশ্রমিক পাবেন এই গ্রেডের ক্রিকেটাররা। ‘বি’ গ্রেডে আছেন ২১ জন ক্রিকেটার। ১০ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে। ‘সি’ গ্রেডে আছেন ২৩ জন ক্রিকেটার, এখানে পারিশ্রমিক ৬ লাখ। ‘ডি’ গ্রেডে থাকা ১০৮ জন ক্রিকেটারের পারিশ্রমিক ৪ লাখ টাকা। ‘ডি’ গ্রেডে আছেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস। এখানে বেশির ভাগই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।
ইতোমধ্যে টুর্নামেন্টের পাঁচ দলের নাম ঘোষণা করেছে বিসিবি। দলগুলো হলো- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। বিসিবি জানিয়েছে, প্রত্যেক দলে ১৬জন করে খেলোয়াড় নেয়া যাবে। প্রতিটি খেলোয়াড়কে নিতে পাঁচটি দলের জন্য এলোমেলো ড্র থাকবে।
দ্বিতীয় রাউন্ডে প্রতিটি কলের ডাক বিপরীত হবে। উদাহরনস্বরূপ, প্রথম রাউন্ডে যদি কোন দল প্রথমে কল করে, তবে দ্বিতীয় রাউন্ডে শেষে কল করবে তারা। কলের জন্য প্রত্যেক সেটে দুই রাউন্ড হবে। প্রত্যেক দলই প্রত্যেক সেটে কল করার জন্য সুযোগ পাবে। যেকোনো ক্যাটাগরি থেকে একটি দল কল করতে পারবে। এক সেট শেষে পরের রাউন্ডের জন্য নতুন করে ড্র হবে। প্লেয়ার ড্রাফটে সর্বোচ্চ আটটি রাউন্ড থাকবে।
ড্রাফটে থাকা কোনো খেলোয়াড়কে নির্বাচন করা হলে, ইনজুরি-অসুস্থতা ছাড়া তার নাম প্রত্যাহার করা যাবে না। শুধুমাত্র ড্রাফট থেকেই খেলোয়াড়দের নির্বাচিত করা যাবে। তবে কেউ অসুস্থ বা ইনজুরিতে পড়লে তার পরিবর্তে খেলোয়াড় নিতে দল অনুরোধ করতে পারবে। পরিবর্তিত খেলোয়াড় একই গ্রেডের বা নীচের গ্রেডের অথবা অবিক্রিত থাকা খেলোয়াড়ের তালিকা থেকে নেয়া যাবে।
গ্রেড ‘এ’ (১৫ লাখ) : মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
গ্রেড ‘বি’ (১০ লাখ) : লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, সাইফুদ্দিন, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, আল-আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মাহাদি হাসান, আফিফ হোসেন, নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মোমিনুল হক, তাইজুল ইসলাম, নাইম হাসান।
গ্রেড ‘সি’ (৬ লাখ) : হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, আনামুল হক বিজয়, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে রাব্বি, ইয়াসির আলী রাব্বি, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, জাকের আলী অনিক, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ।
গ্রেড ‘ডি’ (৪ লাখ) : তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, শাহাদাত হোসেন দিপু, শামীম পাটোয়ারি, আকবর আলী, তানভীর ইসলাম, হাসান মুরাদ, আল আমিন জুনিয়র, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মাহিদুল অঙ্কন, মোহাম্মদ মৃত্যুঞ্জ চৌধুরী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, নোমান চৌধুরী সাগর, রকিবুল হাসান (সিনিয়র), রকিবুল হাসান (জুনিয়র), শাহিন আলম, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, সোহরাওয়ার্দি শুভ , শুভাগত হোম, সালাহউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক রিপন, মোহর শেখ অন্তর, সাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নূর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আবদুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলী, জাকির হাসান, মোহাম্মদ আশরাফুল, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার খান, মেহেদি মারুফ, রবিউল হক, মিজানুর রহমান, আবদুল হালিম, নাইম ইসলাম (সিনিয়র), নাইম ইসলাম (জুনিয়র), সালমান হোসেন, হোসেন আলী, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আসিফ হাসান, ফারদিন হোসেন আনি, রবিউল ইসলাম রবি, আবদুর রাজ্জাক, জবিদ হোসেন, নিহাদ উজ জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সাইম, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লেমন, জসিম উদ্দিন, ইমরান আলী, শরিফুল্লাহ, মাইশুকুর রহমান, রিয়াল রাকিন আহমেদ, ইরফান হোসেন, জয় রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জোশী, আলী আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাবাজ চৌহান, আজমির আহমেদ, সুজব হাওলাদার, শাহনূর রহমান, অ্যালিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, টিপু সুলতান, মোঃ রাকিব, মাসুম খান টুটুল, রুয়েল মিয়া, সৈকত আলী, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম, আহমেদ সাদিকুর রহমান, নুরুজ্জামান, শেহনাজ আহমেদ, ইমরানুজ্জামান, আরাফাত সানি (জুনিয়র), তৌহিদুল ইসলাম রাসেল, আনিসুল ইমন, মেহেদি হাসান, রনি চৌধুরী, রবিন দাস, ইয়াছির আরাফাত মিশু, সাদিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১২:০৪:১০ ৬৬৭ বার পঠিত # #টি-টুয়েন্টি #টি-টুয়েন্টি কাপ #প্লেয়ার ড্রাফট #বঙ্গবন্ধু