বুধবার, ১১ নভেম্বর ২০২০
উলফাৎ পারভীন রোজীর কবিতা ‘স্বপ্ন যেন জীবন্ত সত্ত্বা’
Home Page » সাহিত্য » উলফাৎ পারভীন রোজীর কবিতা ‘স্বপ্ন যেন জীবন্ত সত্ত্বা’স্বপ্ন আমার ঘুমন্ত চোখে
অসীম ভাবনা,
স্বপ্ন গুলো স্বপ্নীল
জীবন্ত স্বত্ত্বা।
স্বপ্ন আমার চাঁদের আলোয়
তারাভরা রাত্রি,
স্বপ্ন আমার মুক্ত আকাশে
রঙীন ঘুড়ি।
স্বপ্ন আমার স্বপ্নে জড়ানো
মুক্ত প্রেমের জ্যোৎস্না ছড়ানো,
স্বপ্নে আমি ভেসে বেড়াই
উদাসী হাওয়ায়
ঢেউয়ের দোলায়,
হৃদয়ের রঙীন পালতোলা নৌকায়।
স্বপ্নে দেখা সপ্নগুলো
অনেক প্রাণের সমন্নয়,
স্বপ্ন যেন জীবন্ত স্বত্ত্বা
বাস্তবে মরীচিকা।
বাংলাদেশ সময়: ১৪:৪৯:৪৬ ৬৭৬ বার পঠিত # #কবিতা #জীবন্ত #স্বপ্ন