মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

ভাঙ্গায় এলাকাবাসীর মানববন্ধন করা সেই মসজিদের নাম পরিবর্তণ

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় এলাকাবাসীর মানববন্ধন করা সেই মসজিদের নাম পরিবর্তণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০



স্থানীয়দের উপস্থিতিতে পশ্চিমপাড়া জামে মসজিদের নাম বহাল ও লোকমান হোসেন মাতুব্বরকে মোতওয়াল্লী নিযুক্ত করে দায়ীত্ব বুঝিয়ে দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় এলাকাবাসীর মানববন্ধন করা সেই “কাজীপাড়া জামে মসজিদ” এর নাম পরিবর্তণ করা হয়েছে। মঙ্গলবার যোহরের নামাজের পর ওয়াকফ প্রশাসকের নির্দেশ মোতাবেক “পশ্চিমসদরদী জামে মসজিদ” নাম বহাল ও লোকমান হোসেন মাতুব্বরকে মসজিদের মোতওয়াল্লী করে যাবতীয় কার্যক্রমের দায়ীত্ব বুঝিয়ে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
সরেজমিনে জানা যায়, লোকমান হোসেন মাতুব্বর মসজিদের জমিটি ১৯৯৫ সালে ওয়াকফ করেছিলেন। গত ১৬ অক্টোবর জুমার নামাজের পর পৌরসদরের রায়পাড়া এলাকায় ওই মসজিদের মুসল্লি ও এলাকাবাসীরা লোকমান হোসেন মাতুব্বরের বিরুদ্ধে মসজিদের নাম ও স্থান পরিবর্তন করেছে উল্লেখ করে একটি মানববন্ধন করেন। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ওয়াকফ এষ্টেট কর্তৃপক্ষের নজর কাড়ে। পরে “পশ্চিমসদরদী জামে মসজিদ” নাম বহাল ও লোকমান হোসেন মাতুব্বরকে মসজিদের মোতওয়াল্লী করে যাবতীয় কার্যক্রমের দায়ীত্ব বুঝিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন ওয়াকফ প্রশাসক।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক মুসল্লি এবং এলাকাবাসীর উপস্থিতিতে পশ্চিমসদরদী জামে মসজিদ নাম বহাল ও লোকমান হোসেন মাতুব্বরকে মসজিদের মোতওয়াল্লী নিযুক্ত করে দায়ীত্ব বুঝিয়ে দিলাম। এখন থেকে তিনি মসজিদের যাবতীয় দেখভাল করবেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪৬   ৯৯৭ বার পঠিত