সোমবার, ৯ নভেম্বর ২০২০
ছাতকে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর শুভ উদ্বোধন করা হয়।
Home Page » সারাদেশ » ছাতকে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর শুভ উদ্বোধন করা হয়।সিলেট প্রতিনিধি-
গত শুক্রবার সকালে ছাতক উপজেলার দিগলবন আর্তানপুর এলাকায়
ছাত্র সমাজের উদ্যোগে স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এর শুভ উদ্বোধন সম্পন্ন করা হয়।
এলাকার কোন ছাত্র ছাত্রী যাতে কোন সীমাবদ্ধতার কারণে
পড়ালেখার অধিকার হতে বঞ্চিত না হয় এবং সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে এই সংগঠন কাজ করবে।
সংগঠনের সভাপতি আবু সালেহ মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আখলাক হোসাইন তালুকদার এর সঞালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আবু তাহের আল আশরাফ এবং সংগীত পরিবেশন করেন ওয়াহিদুল ইসলাম ।
এর পরপরই বৃক্ষরোপন এর মাধ্যমে স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SWA) এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন
সহ-সভাপতি কুতুবউদ্দিন সালেহী, সহ- সভাপতি আল-আমীন, ধর্ম সম্পাদক আবু তাহের।
তারা এসময় একজন সচেতন নাগরিকও সুশীল সমাজ গঠনে পড়ালেখার গুরুত্ব তুলে ধরেন। এবং সমাজের সংস্করণের জন্য এই ধরনের সংগঠনের তাৎপর্য তুলে ধরেন।
সভাপতি আবু সালেহ মোহাম্মদ নোমান তার সমাপনী বক্তৃতায় বলেন দারিদ্র্যমুক্ত সমাজ ও কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে শিক্ষা। সমাজের বড় একটি অংশ যদি বিভিন্ন সমস্যার কারনে শিক্ষা থেকে বঞ্চিত হয় তাহলে এর মাধ্যমে কখনও সমাজের সুষম উন্নয়ন হতে পারে না।এজন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে সমাজের তরে কাজ করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ইমন আহমেদ,বুরহান উদ্দীন মালেক,মিজান,সানি,মিজান২
কয়েছ মিয়া,তামিম,লোকমান,আকসাব
সহ সংগঠনের প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:০৮:৪১ ৫২৭ বার পঠিত