সোমবার, ৯ নভেম্বর ২০২০

জেনে নিন গাজরের নানা উপকারিতা !

Home Page » স্বাস্থ্য ও সেবা » জেনে নিন গাজরের নানা উপকারিতা !
সোমবার, ৯ নভেম্বর ২০২০



ফাইল ছবি


মিজানুর রহমান শাকিল;প্রতিনিধি;বঙ্গনিউজঃশীতকালের নিয়মিত সবজির মধ্যে অন্যতম একটি হলো গাজর। নিয়মিত একটি গাজর খেলে মুক্ত থাকা যায় নানান ধরণের রোগ থেকে। চলুন দেখে আসি গাজরের নানা উপকারিতা-

গাজরে আছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন। শরীরের টক্সিন দূরে রাখতে গাজরের জুড়ি নেই। এছাড়া গাজরের ভেতর ভিটামিন এ থাকায় নিয়মিত একটি গাজর দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়তা করে।

গাজরে থাকা অ্যান্টি অক্সাইড ত্বকের জন্য উপকারী। নিয়মিত গাজর খেলে মুখে বয়সের ছাপ পড়ে দেরীতে। ত্বকের বলিরেখা দূর করতে প্রতিদিন একটি গাজর পেস্ট করে ব্যবহার করতে পারেন।

প্রতিদিন একটি গাজর মুখের দুর্গন্ধ দূর করে। এছাড়াও গাজর দাঁত মজবুত করাসহ মুখের ভেতরের নানান সমস্যা মোকাবেলা করে।

বাংলাদেশ সময়: ৮:৪৪:৩৭   ৭৯৭ বার পঠিত   #  #  #