রবিবার, ৮ নভেম্বর ২০২০
ভাঙ্গায় গভীর রাতে দৃর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বসত ঘর
Home Page » সংবাদ শিরোনাম » ভাঙ্গায় গভীর রাতে দৃর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বসত ঘর
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর। শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার নাওরা গ্রামের আইয়ুব আলী মুন্সীর ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, চৌচালা টিন সেডের ঘরে ঘুমিয়ে ছিলেন আইয়ুব আলী মুন্সীর স্ত্রী, পুত্রবধূ ও বেড়াতে আসা পুত্রবধূর দাদী। এ সময় ঘরের চালে আগুন লেগেছে টের পেয়ে ডাক-চিৎকার দিয়ে তারা ঘর থেকে বের হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগীতায় প্রায় দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, আমরা এখানে এসে দেখতে পেয়েছি, কতিপয় দুষ্কৃতকারী রাতে আগুন দিয়েছে। এতে তারা মারাত্বক ক্ষতিগ্রস্থ্য হয়েছে। ঘর মালিকের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:২০ ৮৩৮ বার পঠিত #আগুনে পুড়ে ছাই #ফরিদপুর #বসত ঘর #ভাঙ্গা