শনিবার, ৭ নভেম্বর ২০২০

জো বাইডেন জয়ের দারপ্রান্তে দরকার ৬ টি ইলেকট্ররাল ভোট

Home Page » বিবিধ » জো বাইডেন জয়ের দারপ্রান্তে দরকার ৬ টি ইলেকট্ররাল ভোট
শনিবার, ৭ নভেম্বর ২০২০



sumon

মোঃ সুমন হেসেন, রিপোর্টার:বঙ্গনিউজ : নির্বচনকে প্রশ্নবিদ্ব করে ফের টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি অভিযোগ করে বলেন নির্বাচনের দিন তিনি প্রায় সকল রাজ্যে এগিয়ে ছিলেন কিন্তু আর্কষিক ভাবে তিনি নির্বচনের দিন রাতে পিছিয়ে পরেন এর অন্যতম কারন হিসেবে তিনি উল্লেখ করেন নির্বাচনের অসংগতি কে তিনি সুম্পস্ট কারচুপির অভিযোগ করেছেন এর আগে তিনি চারটি রাজ্যে ভোট এর অনিয়মের ব্যাপারে অভিযোগ করে মামলা করেন । এরি মধ্যে তার করা মামলা দুটি রাজ্যে খারিজ করে দেয়া হয়েছে , ডোনাল্ড ট্রাম্প অভিযোগ এর বিষয়ে সুনির্দিষ্ট কোন প্রমান দার করাতে পেরেছেন এমন খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি । তিনি নির্বাচনি বিভিন্ন সভায় নানা সময় অভিযোগ করে এসেছেন এবং এ বলেও হুমকি দিয়ে রেখেছেন যে যদি নির্বচনে তিনি হেরে যান তিনি ক্ষমতা ছাড়বেন না । কারন তিনি নিজের জয়ের ব্যাপারে ১০০ ভাগ আশাবাদি তিনি শুরু থেকেই আগাম ভোট এর ব্যপারে বিশেষ করে অভিযোগ করেন ই-মেইলে ও ডাকযোগে  ভোটের ব্যাপারে তিনি সেখানে ব্যাপক কারচুপির আসংকা থেকে এমন কথা বলে আসছেন। যতই সময় গড়াচ্ছে ততই জো বাইডেন ৪৬ তম প্রেসিডেন্ট হবার পথে এগিয়ে যাচ্ছেন। এদিকে জর্জিয়া ,নর্থ ক্যারোলাইনা,অ্যারিজোনায় এগিয়ে ছিলেন ট্রাম্প নেভাদা রাজ্যে এগিয়ে ছিলেন বাইডেন কিন্তু এখন প্রায় সকল রাজ্যে জো বাইডেন এগিয়ে আছেন।আর বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হবার জন্য আর মাএ ৬ টি ইলেকট্রয়াল ভোট  দরকার আর এটি হলেই তিনি হবেন যুক্তরাষ্টের ইতিহাসের ৪৬ তম প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫২   ৫৫৪ বার পঠিত   #  #  #