শনিবার, ৭ নভেম্বর ২০২০

আবার কি আসিবে ফিরে-রাধাবল্লভ রায়

Home Page » সাহিত্য » আবার কি আসিবে ফিরে-রাধাবল্লভ রায়
শনিবার, ৭ নভেম্বর ২০২০



রাধবল্লভ রায়
হেমন্তের আগমনে
পাক ধরেছে ধানে ধানে
শরৎ নিয়েছে বিদায়-
রয়ে গেছে আমেজ তার
মনে পড়ে বার বার
যেতে দিতে মন নাহি চায়।
পল্লীর শান্ত রূপ আনন্দে ভরে বুক
আকাশে শুভ্র মেঘ
করে যে খেলা-
নদী তীরে কাঁশবন
উদাস করে যে মন
শিউলি বকুল করে মন উতলা।
চাঁদের আলো তারার মেলা
নীল আকাশে মেঘের ভেলা
মন যে কেড়ে নেয়-
শাপলা - শালুক, বিলে- ঝিলে
পাল তুলে নৌকা চলে
বসে থাকি বটের মূলে মনে শান্তি দেয়।
বুক ভাসালে চোখের জলে
সত্যিই তুমি চলে গেলে
ধীরে - ধীরে - ধীরে-
মনে বড় দুঃখ হয়
তবু যেতে দিতে হয়
আবার কি আসিবে ফিরে?

বাংলাদেশ সময়: ১১:২৯:২৭   ৫১৬ বার পঠিত   #  #  #  #