আবার কি আসিবে ফিরে-রাধাবল্লভ রায়

Home Page » সাহিত্য » আবার কি আসিবে ফিরে-রাধাবল্লভ রায়
শনিবার, ৭ নভেম্বর ২০২০



রাধবল্লভ রায়
হেমন্তের আগমনে
পাক ধরেছে ধানে ধানে
শরৎ নিয়েছে বিদায়-
রয়ে গেছে আমেজ তার
মনে পড়ে বার বার
যেতে দিতে মন নাহি চায়।
পল্লীর শান্ত রূপ আনন্দে ভরে বুক
আকাশে শুভ্র মেঘ
করে যে খেলা-
নদী তীরে কাঁশবন
উদাস করে যে মন
শিউলি বকুল করে মন উতলা।
চাঁদের আলো তারার মেলা
নীল আকাশে মেঘের ভেলা
মন যে কেড়ে নেয়-
শাপলা - শালুক, বিলে- ঝিলে
পাল তুলে নৌকা চলে
বসে থাকি বটের মূলে মনে শান্তি দেয়।
বুক ভাসালে চোখের জলে
সত্যিই তুমি চলে গেলে
ধীরে - ধীরে - ধীরে-
মনে বড় দুঃখ হয়
তবু যেতে দিতে হয়
আবার কি আসিবে ফিরে?

বাংলাদেশ সময়: ১১:২৯:২৭   ৫৩৭ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ