শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

জাককানইবি’তে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে অনলাইনে তিন দিনব্যাপী ওয়েভিনার অনুষ্ঠিত

Home Page » সারাদেশ » জাককানইবি’তে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে অনলাইনে তিন দিনব্যাপী ওয়েভিনার অনুষ্ঠিত
শুক্রবার, ৬ নভেম্বর ২০২০




sumon 

‡gvt mygb ‡n‡mb, wi‡cvU©vi:e½wbDRসৌরভ বর্মন গৌতম:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর আয়োজনে কাজী নজরুল ইসলাম এর ‘জীবন ও কর্ম’ বিষয়ক গবেষণার ২০১৯-২০ অর্থবছরের গবেষণা প্রকল্পের তিন দিনব্যাপী ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ১-৩ নভেম্বর ২০২০ অনলাইনে প্রতিদিন রাত ৮টায় এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ২ জন শিক্ষক ও ১৩ জন শিক্ষার্থীর সমন্বয়ে মোট ১৫ জন গবেষক তাদের তাঁদের গবেষণার অগ্রগতি রিপোর্ট উপস্থাপন করেছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর, প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন অধ্যাপক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ডিন, কলা অনুষদ, আরো উপস্থিত ছিলেন রাশেদুল আনাম অতিরিক্ত পরিচালক ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ। এছাড়াও শিক্ষার্থী গবেষকদের তত্ত্বাবধায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন নজরুল চর্চার মাধ্যমে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১:১২:০৪   ৫৩৭ বার পঠিত   #  #  #