শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সিলেটে ফের মানববন্ধন
Home Page » শিক্ষাঙ্গন » ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সিলেটে ফের মানববন্ধনসিলেট প্রতিনিধি, বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় বার মানববন্ধন করে সিলেট বিভাগের এইচ.এস.সি -২০১৯ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
তাদের দাবি একটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষা চালু করা হোক।উল্লেখ্য ২ নভেম্বর তার একই দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়।
এই মানববন্ধনে অংশ নেয় সিলেট বিভাগের বিভিন্ন কলেজের ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা।
আখলাক হোসাইন নামের একজন শিক্ষার্থী তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো প্রাচ্যের অক্সফোর্ড। কিন্তু এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ে২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই ।যেখানে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ৭ বার ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমে প্রকৃত মেধাবীদের বেছে নেয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছে ।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় কতৃক্ষ ও ভিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষা চালু করা হোক এবং সবাই তার স্বপ্নের ঢাবিতে পড়ার সুযোগ যেন পায়।
তাকমিনা মুন্নী নামে আরেকজন শিক্ষার্থী বলেন যে ,আমাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করা হোক। তিনি আরো উল্লেখ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ছিল না এটা বললে ভুল হবে। ২০১৪ সালের আগে পর্যন্ত সেকেন্ড টাইম চালু ছিল। কিন্তু ২০১৪ সালে তা বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসের অনেক সাক্ষী হয়ে আছে। শুধু যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালুর দাবিতে আন্দোলন করছে তা নয় ,তাদের আগের ব্যাচের শিক্ষার্থীরাও এমন আন্দোলন চালিয়েছে।
আপনাদের দাবি কতটা যৌক্তিক সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন , সেকেন্ড টাইমাররা ফাস্ট টাইমারদের থেকে কিছুটা হলেও এগিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই চায় মেধাবী স্টুডেন্টদের। এক্ষেত্রে কর্তৃপক্ষ সেকেন্ড টাইমারদের সুযোগ দিলে দেশের তৃণমূল থেকে অনেক মেধাবী শিক্ষার্থী উঠে আসবে।
তাছাড়া আফজালুর রহমান জিসান নামে আরো এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই। ২০১৪ সালে অজানা কোন কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম বন্ধ করে দেয় ।অনেক শিক্ষার্থী প্রথমবার পরীক্ষা দিয়ে নানা প্রতিকূলতার কারনে চান্স পায় না। যদি তাদের ২য় বার সুযোগ দেওয়া হয় তাহলে তারা ভালো কিছু করবে ।এবং তিনি বলেন শীগ্রই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি জমা দিচ্চেন ।এবং ঢাকা সহ অন্যান্য জেলায় মানববন্ধনের মতো কর্মসূচি তারা হাতে নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন
আখলাক হোসাইন তালুকদার,তাকমিনা মুন্নী
,মেহেদী হাসান জয়,জেমি,আফজালুর রহমান জিসান, ইফতি, কাকলী শর্মা
,কয়েসুর রহমান রাসেল
,ইনজ্জামাম, মুকুট ,রায়হান, মামুন আহমেদ, মুস্তাকিন
,ইয়াসমিন, শামীম আহমেদ
,তরুণ, জুয়েল, লিমন আহমেদ সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
তাদের সবার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যেন ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়।
বাংলাদেশ সময়: ১:০৮:২০ ১০২৪ বার পঠিত #ঢাকা বিশ্ববিদ্যালয়