শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে ভাঙ্গায় প্রতিবাদ সমাবেশ

Home Page » প্রথমপাতা » ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে ভাঙ্গায় প্রতিবাদ সমাবেশ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০



ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলিম ও রাসুল প্রেমিকেরা
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা থেকে বাজার প্রদক্ষিণ শেষে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ও বেলা ৩টায় ফরিদপুর বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসষ্ট্যান্ডে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে সারাবিশ্বের মুসলমানদেরকে অপমান করা হয়েছে। রাসুলের অবমাননা আমরা মানবো না। ফ্রান্সের প্রেসিডেন্ট যে সমর্থন ও বক্তব্য দিয়েছে তা অনতী বিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা বিশ্বের সকল মুসলমান এক হয়ে এর তিব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলব। এ সময় সরকার ও সকলের প্রতি আহ্বান রেখে বক্তারা বলেন, ফ্রান্সের সকল পন্য বর্জন করুন। ফ্রান্সের দূতাবাস বন্ধ করুন।
মিছিলে লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ইসাহাক মোল্লা, আবুল খায়ের সেলিম, বাংলাদেশ ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতী তানভীর আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১১   ১০২৮ বার পঠিত   #  #  #