বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

ভাঙ্গায় ডায়াগনস্টিকে র‌্যাবের অভিযান, বিভিন্ন মেয়াদে তিনজনকে সাজা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ডায়াগনস্টিকে র‌্যাবের অভিযান, বিভিন্ন মেয়াদে তিনজনকে সাজা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০



অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৮ সিপিসি-২ এর অধিনায়ক মুকুড় চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন ও সহকারী সিভিল সার্জন (ফরিদপুর) ডাঃ নাসিম সহ অন্যান্যরা, গ্রেফতারকৃতরা (ডানে)
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল সিপিসি-২ এর অধিনায়ক মুকুড় চাকমার নেতৃত্বে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযানে গ্রেফতার হওয়া ডাঃ মামুন, মজিবর রহমান খোকন ও ওসমান মুন্সিকে যথাক্রমে ছয় মাস, তিন মাস ও দুই মাসের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
জানা যায়, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে সেবা গ্রহন করা কয়েকজন রোগীর অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ না থাকা, ডাক্তার ও নার্স এর প্রয়োজনীয় অনুপস্থিতি, যাবতীয় মেশিনের অসদব্যবহার, ভূয়া ডাক্তার সহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন, সিপিসি-২ এর অধিনায়ক সিনিয়র এএসপি মুকুড় চাকমা, সহকারী সিভিল সার্জন ডাঃ নাসিম প্রমূখ।
অভিযানের সময়ে প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকায় ডাঃ মামুন, বাড়ীর মালিক মজিবর রহমান খোকন ও শেয়ার হোল্ডার ওসমান মুন্সিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৯   ২৬৫২ বার পঠিত   #  #  #  #