মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
“শহীদ মিজানের প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন”
Home Page » সর্বশেষ সংবাদ » “শহীদ মিজানের প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন”
প্রতিবেদক;মিজানুর রহমান শাকিলঃআজ মঙ্গলবার সকাল ৭টার সময় ফজলুল হক হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মিজানুর রহমান মিজানের প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল,সাদ বিন কাদের চৌধুরী ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তাপস,কেন্দ্রীয় নেতৃ তিলোত্তমা সিকদার এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিব চন্দ্র দাস,সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেন,হল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন এছাড়াও বেশিরভাগ কেন্দ্রীয় নেতার উপস্থিতি লক্ষ করা গিয়েছে
‘শহীদ মিজানুর রহমান মিজান’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন ফজলুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে ২৭শে অক্টোবর সন্ত্রাস বিরোধী মিছিলে ছাত্রদলের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১০:৫৪:৫১ ৫৩৬ বার পঠিত #গুলি #ছাত্রদল #ঢাকা বিশ্ববিদ্যালয়