সোমবার, ২৬ অক্টোবর ২০২০

নওগাঁয় প্রতিহিংসায় বিষ প্রয়োগে মারলো প্রতিবেশীর ১৫ লক্ষ টাকার মাছ

Home Page » সারাদেশ » নওগাঁয় প্রতিহিংসায় বিষ প্রয়োগে মারলো প্রতিবেশীর ১৫ লক্ষ টাকার মাছ
সোমবার, ২৬ অক্টোবর ২০২০



ফাইল ছবি
মিজানুর রহমান শাকিল;প্রতিনিধি; বঙ্গনিউজঃনওগাঁর আত্রাইয়ে প্রতিহিংসার বিষে দুই পুকুরে মিলে প্রায় ১৫ লাখ টাকার মাছ মরলো। রোববার রাতে কোন এক সময় উপজেলার পাইকড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে মাছ মরে ভাঁসতে দেখে প্রতিবেশিরা সমিতির লোককে খবর দিলে তারা থানায় খবর দেয়।
পুকুর লিজকৃত সমিতি সূত্রে জানা যায়, দুটির মধ্যে একটি সরকারী পুকুর তিন বছর মেয়াদে ১০ লাখ টাকায় এবং অপরটি মালিকানা ৫ লাখ টাকায় ইজারা নেয় পাইকড়া মৎস্যজীবি সমিতি। পুকুর লিজ নিতে না পেরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল তাদের স্বার্থ সিদ্ধিতে ব্যাহত হওয়ায় গত বছর মাছ কিক্রির উপযোগী হলে রাতের অাঁধারে বিষ দেয় তারা। অনুরুপভাবে এবারের ব্যাপক বন্যায় ভেঁসে যাওয়ার থেকে কোনমতে মাছ রক্ষা করতে পারলেও দু্ৃবৃত্তের হাত হতে বাঁচাতে পারলো না পুকুরের মাছ। রাতের অাঁধারে পুকুরে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে তারা।
সমিতির সভাপতি শ্রীপদ প্রাং জানান, আমরা গরীব মানুষ খোলা জলাশয়ে মাছ মেরে এবং সমিতির মাধ্যমে পুকুর লিজ নিয়ে জীবিকা নির্বাহ করি। শত্রুতা মূলক পুকুরে বিশ দিয়ে আমাদের পথে বসিয়ে দিলেন। আমরা কোথায় যাব কি খেয়ে বাঁচবো।
আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। সমিতির লোকদের অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে আইনগত সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:০২:৪৮   ৪৯১ বার পঠিত   #  #  #