সোমবার, ২৬ অক্টোবর ২০২০
ভাঙ্গায় এবার অফিসার ইনচার্জ পেলেন দেশের ডাক সম্মাননা-২০২০
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় এবার অফিসার ইনচার্জ পেলেন দেশের ডাক সম্মাননা-২০২০
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
মহামারী করোনা ভাইরাসের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান এবার পেলেন “দেশের ডাক সম্মাননা-২০২০” এর ক্রেস্ট ও সনদ। রবিবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জের কক্ষে ক্রেস্ট ও সনদটি পৌছায়।
জানা যায়, গত ১৬ অক্টোবর ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “দেশের ডাক সম্মাননা-২০২০” প্রদান অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক দেশের ডাক, জয় বাংলা সাংস্কৃতিক সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. আব্দুল মান্নান খান। এ সময় করোনা ভাইরাসের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান (জাতিসংঘ শান্তি রক্ষা ও আইজিপি পদক প্রাপ্ত) সম্মাননার জন্য মনোনীত হয়।
সম্মাননা ক্রেস্ট ও সনদটি প্রদান করায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে গত ১১ জুলাই করোনা ভাইরাসের মধ্যে জীবনের মায়া ত্যাগ করে নিষ্ঠার সাথে জনসেবা মূলক কাজ করায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সম্মাননা স্মারক পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১:৩৬:১৮ ৮০৩ বার পঠিত #অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান #দেশের ডাক সম্মাননা-২০২০ #মহামারী করোনা ভাইরাস