বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
পথশিশু- গুলশান আরা রুবী
Home Page » সাহিত্য » পথশিশু- গুলশান আরা রুবীএ বিশ্বচরাচরে পথের ধারে-
লুটায়ে রয়েছে কতশত ফুল!
তাদের নেই তো কোন ভুল
সুপ্ত প্রতিভায় দীপ্ত মান তারা
আগামীর লালন,নজরুল,জয়নুল।
তারা স্নেহ-আদরের কাঙ্গাল-
হয়’তো ক্ষুধা-তৃষ্ণায় কাতর
সকরুণ নয়নে বহে অশ্রুবান
তাদের রয়েছে বাঁচার সম্মান ।
ব্যস্ত নগরীতে ছুটছে সবাই-
ভালো থাকার মিথ্যে অভিনয়।
সময় তো নেই কারো কাছে
এদের দিকে ফিরে তাকাবার!
আমরা কি পারি না?
একটু ভালোবাসা দিতে-
দিতে পারি না একমুঠো ভাত,
বিবস্ত্র গায়ে রঙিন বস্ত্র।
ওরা তো পথশিশু নয় কি এক একটি ফুল-
আগামীর পৃথিবীর স্বাপ্নিক তো ওরাই!
তবে কেন নগর পিতা’রা করছ ভুল।
শিক্ষার আলোয় আলোকিত হতে ওদেরও আছে অধিকার-
তবে কেন বৃষ্টিতে ভিজে ওরা
রোদ্রে শুকায় গা।
কেউ কি বলতে পার?
সাম্যের পৃথিবী গড়ার দৃঢ় প্রত্যয়ে-
এ কেমন বৈষম্য সমাজের রন্দ্রে রন্দ্রে!
পথশিশুদের করুণ আর্তনাদ-
দেশের যত হৃদয়বান ও বিত্তবান
সামান্য কিছু যদি করেন দান তবে…
ভাগ্যহত লক্ষ প্রাণে হাসি ফুটবে।
বাঙ্গালী পৃথিবীতে বীরের জাতি
হয় যদি ভাই সকলের গতি
তবেই জয় হবে মানবতার।
কোন পথশিশু-পূর্ণিমা চাঁদ দেখে-
বলবে’না আমাকে দাও এক’মুঠো
বাংলাদেশ সময়: ২০:০৯:২০ ৫৭৪ বার পঠিত