মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

ভাঙ্গায় এমপি’র বাড়ীর পাশ থেকে জব্দকৃত ড্রেজারের বিষয়ে এজাহার প্রদান

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় এমপি’র বাড়ীর পাশ থেকে জব্দকৃত ড্রেজারের বিষয়ে এজাহার প্রদান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০



ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন (ডানে) । ইনসেটে এজাহারের অংশ বিশেষ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় এমপি নিক্সন চৌধুরীর বাড়ীর পাশ থেকে জব্দকৃত, সেই অবৈধ ড্রেজার মেশিনের মালিক না পাওয়ায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে অফিসার ইনচার্জ বরাবর এজাহার পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে আড়িয়াল খাঁ নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। গত ১৪ অক্টোবর দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাইনি। সে জন্য আজকে নিয়মিত মামলা দায়ের করতে অফিসার ইনচার্জ বরাবর অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করে এজাহার পাঠিয়েছি।
উল্লেখ্য, নদী থেকে প্রায় দুই মাস যাবৎ বালু উত্তোলন করে পাড় সংলগ্ন জমি ভরাট করা হচ্ছিল। ফরিদপুর-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর বাড়ীর পাশ থেকে গত ১৪ অক্টোবর ভ্রাম্যমান আদালতের আভিযানিক একটি দল মেশিনটি জব্দ করেন।

বাংলাদেশ সময়: ২১:১৭:২৩   ১২২৯ বার পঠিত   #  #  #  #