বুধবার, ২১ অক্টোবর ২০২০
পুঁজিবাজারের উন্নয়নের জন্য বিএসইসি’র পাশে ইউসিবি
Home Page » অর্থ ও বানিজ্য » পুঁজিবাজারের উন্নয়নের জন্য বিএসইসি’র পাশে ইউসিবি
মিজানুর রহমান শাকিল;প্রতিনিধি;বঙ্গনিউজঃপুঁজিবাজারের উন্নয়নে কার্যকরভাবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) পাশে থাকবে উনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি)। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আশাবাদ ব্যক্ত করেন ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবির পরিচালক প্রফেসর ডা. মো. জোনাইদ শফিক, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিল সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, ইউসিবি একটি আর্থিক প্রতিষ্ঠান হিসাবে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের বিষয়টিকে সর্বদা গুরুত্ব প্রদান করে থাকে। সেই অঙ্গীকারে, পুজিঁবাজারের উন্নয়নে কার্যকরভাবে বিএসইসি’র পাশে থাকবে ইউসিবি। সৌজন্য সাক্ষাৎকালে, তারা পুজিঁবাজারের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যৌথভাবে পুঁজিবাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ০:২৮:৫৭ ৫২১ বার পঠিত #ইউসিবি #পুঁজিবাজার #ব্যাংক