সোমবার, ১৯ অক্টোবর ২০২০
ভাঙ্গায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশকে অফিসার ইনচার্জের নির্দেশনা
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশকে অফিসার ইনচার্জের নির্দেশনা
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশের করনীয় ও তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে থানা চত্বরে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান এ নির্দেশনা দেন।
নির্দেশনা প্রদানকালে তিনি বলেন, আমরা মহামারী করোনার মধ্যে এখন পর্যন্ত আছি। লোকজন সমাগম হলে করোনার প্রকোপ বেড়ে যায়। শীতের সময়টা আমাদের করোনার মধ্যে কাটাতে হবে।
তিনি আরও বলেন, শারদীয় দূর্গাপূজায় সঠিকভাবে দায়ীত্ব পালন করা আমাদের নৈতিক দায়ীত্ব। আপনারা সরকারী নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপনের জন্য যাবতীয় সহযোগিতা করবেন।
এ সময় পৌরসভা ও উপজেলার ১২ টি ইউনিয়নের ১০৭ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৪ ৬৭৪ বার পঠিত #গ্রাম পুলিশ #ফরিদপুর #ভাঙ্গা #শারদীয় দূর্গাপূজা