সোমবার, ১৯ অক্টোবর ২০২০

যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

Home Page » জাতীয় » যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক
সোমবার, ১৯ অক্টোবর ২০২০



 ধর্ষণ

বঙ্গনিউজঃজয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় আবদুর রশিদ (৪৫) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে নির্যাতনের শিকার এক শিশুর অভিভাবক থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছ, রোববার চার শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যায়। ছুটির পর তাদের একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক আবদুর রশিদ। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তিনি পালিয়ে যান।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার এক শিশুর অভিভাবক বাদী হয়ে রোববার রাতে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শিক্ষক আবদুর রশিদকে গ্রেপ্তার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান সোমবার সকালে  বলেন, আবদুর রশিদ চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেছেন। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৫০   ৫৬৪ বার পঠিত   #  #  #  #  #