রবিবার, ১৮ অক্টোবর ২০২০
ভাঙ্গায় অভিযান চালিয়ে ৪০ কেজি ইলিশ মাছ সহ গ্রেফতার-১
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় অভিযান চালিয়ে ৪০ কেজি ইলিশ মাছ সহ গ্রেফতার-১
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত শফিকুর রহমানকে (২৩) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
শফিকুর রহমান উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের হান্নান মাতুব্বরের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শফিকুর রহমানের বাড়ী থেকে প্রায় ৪০ কেজি ইলিশ মাছ জব্দ ও তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানা, মন্দির, প্রতিবন্ধি, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল মামুন, সাংবাদিকবৃন্দ, মৎস্য অফিসের স্টাফবৃন্দ প্রমুখ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শফিকুর রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী বলেন, অভিযান চালিয়ে আনুমানিক ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। শফিকুর রহমান নামক একজনকে গ্রেফতার ও কারাদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০:২৯:০৩ ১০৬০ বার পঠিত #অভিযান #ইলিশ মাছ জব্দ #ফরিদপুর #ভাঙ্গা