রবিবার, ১৮ অক্টোবর ২০২০
ভাঙ্গায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় থানা পুলিশের আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে একযোগে পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১৫টি বিট পুলিশিং শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার। বাংলাদেশ পুলিশ বাহিনী সবসময়ই আইন শৃঙ্খলা রক্ষার্থে সোচ্চার রয়েছে। নারী নির্যাতন, নিপিড়ন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে আমরা সর্বদা কাজ করে যাব।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জনপ্রতিনিধি গণ, বিট পুলিশিং এর কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, নারী ও শিক্ষার্থী প্রমুখ।
বাংলাদেশ সময়: ৩:৩০:০৮ ৬৩৭ বার পঠিত #নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ #পুলিশ #ফরিদপুর #ভাঙ্গা