রবিবার, ১৮ অক্টোবর ২০২০
১নং সাধুহাটি ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
Home Page » সারাদেশ » ১নং সাধুহাটি ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আব্দুস সালাম বঙ্গ নিউজ-
ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন এর জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতিয়ার রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
আব্দুল হান্নান আহবায়ক জেলা জাতীয় শ্রমিক লীগ, মোহাম্মদ আজিজুর রহমান যুগ্ম আহবায়ক জেলা শ্রমিক লীগ, খন্দকার আব্দুল মতিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান মালিতা গোলজার হোসেন, মতিয়ার মেম্বার মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান কামাল, সাধারণ সম্পাদক কবির হোসেন। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন আগামী দিনে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১নং সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়রন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মোঃ নাজির উদ্দিন।
বাংলাদেশ সময়: ০:৩৭:১৩ ৬৮৭ বার পঠিত #জাতীয় শ্রমিক লীগ #ঝিনাইদহ সদর উপজেলা #সাধুহাটি ইউনিয়ন