শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
ভাঙ্গায় মসজিদের নাম পরিবর্তণ করায় এলাকাবাসীর মানববন্ধন
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় মসজিদের নাম পরিবর্তণ করায় এলাকাবাসীর মানববন্ধন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় লোকমান হোসেন জালজালিয়াতির মাধ্যমে কাজীপাড়া জামে মসজিদের নাম ও স্থান পরিবর্তন করে নিজেকে মোতওয়াল্লী দাবী করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পৌরসদরের রায়পাড়া এলাকায় কাজীপাড়া জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জালজালিয়াতি করে কাজীপাড়া জামে মসজিদের নাম ও স্থান পরিবর্তন করেছে লোকমান হোসেন। সে নিজেকে মোতওয়াল্লী দাবী করেন। আমরা এর তিব্র প্রতিবাদ করছি। আমরা তার শাস্তি চাই। মাদক ব্যবসায়ের সাথে তার পরিবার সম্পৃক্ত বলেও অভিযোগ এনে বিচার দাবী করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নুর আলম শেখ, রাজিব মাতুব্বর, হেমায়েত শেখ, জালাল কাজী, সেকেন মৃধা, আঃ রহমান মৃধা প্রমুখ।
মানববন্ধন শেষে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আঃ বাকী মাতুব্বর এলাকাবাসীর দাবী মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১:৩১:৪৪ ৬২৩ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #মানববন্ধন