বুধবার, ১৪ অক্টোবর ২০২০
ভাঙ্গায় ড্রেজার মেশিন জব্দ, রয়েছে এমপি নিক্সনের বিরুদ্ধে নানান অভিযোগ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ড্রেজার মেশিন জব্দ, রয়েছে এমপি নিক্সনের বিরুদ্ধে নানান অভিযোগ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় নদী গর্ভ থেকে বালু উত্তোলন করায় একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের একটি আভিযানিক দল ফরিদপুর-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর বাড়ীর পাশ থেকে অভিযান চালিয়ে মেশিনটি জব্দ করেন। সংসদ সদস্য’র বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ।
স্থানীয়রা জানান, নদী থেকে প্রায় দুই মাস যাবৎ বালু উত্তোলন করে পাড় সংলগ্ন জমি ভরাট করছেন নিক্সন চৌধুরী। এমপি নিক্সন জোরপূর্বক হিন্দুদের কাছ থেকে জমি ক্রয় করায় ইতোমধ্যে দেশ ছেড়ে ভারতে যেতে হয়েছে সংখ্যালঘুদের। বৃদ্ধ বয়সে শেষ সম্বল টুকু অনিচ্ছাকৃত বিক্রয়ের কথা শুনে স্ট্রোক করেছেন মনোরঞ্জন পানোয়া। প্রতিকার পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগীরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:২৮:৪৪ ১২৫৪ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)