শনিবার, ১০ অক্টোবর ২০২০
ভাঙ্গায় অপহরণকারীদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় অপহরণকারীদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা কলেজের মেধাবী ছাত্র চন্দন সরকারের অপহরণকারীদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর সদরের আলগী ইউনিয়ন সড়কে পৌর সভার সচেতন নাগরিক সমাজ মানববন্ধনটির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারীপুর জেলার ডিবি পুলিশ পরিচয়ে তাকে মারধর করে অপহরণ করা হয়েছে। অপহরণকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন তারা। চন্দন সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবী জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও বক্তারা ঘোষণা দেন।
ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান সুধিন সরকার মঙ্গলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সরকারী কেএম কলেজের সাবেক ভিপি সওকত হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, আবুল কালাম, প্রভাষ মালো প্রমুখ।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন, তদন্ত করা হচ্ছে। আমরা বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।
উল্লেখ্য, গত ০৩ অক্টোবর চন্দন সরকারকে আলগী ইউনিয়ন সড়কের চেয়ারম্যান বাড়ীর সামনে থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯:৩০:২৩ ৭০৭ বার পঠিত #চন্দন সরকার #ঢাকা কলেজ #ফরিদপুর #ভাঙ্গা #মানববন্ধন #মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী