শনিবার, ১০ অক্টোবর ২০২০

মধ্যনগরে নারী নির্যাতনের দায়ে গ্রেফতার যুবক

Home Page » সারাদেশ » মধ্যনগরে নারী নির্যাতনের দায়ে গ্রেফতার যুবক
শনিবার, ১০ অক্টোবর ২০২০



---

কলমাকান্দা ( নেত্রকোণা) প্রতিনিধিঃসুনামগঞ্জ  জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের আঁটাইশা মাছিমপুর গ্রামে নারী নির্যাতনের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে  মধ্যনগর থানা পুলিশ।


জানা যায়, বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন আঁটাইশা মাছিমপুর গ্রামের  গোলাম মোস্তফার ছেলে সাইম হোসাইন(২০)এর  সাথে একই গ্রামের  রেণু মিয়ার মেয়ে  অষ্টম  শ্রেণীতে পড়ুয়া  শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তাকে নিয়ে পালিয়ে  যায় সাইম হোসাইন।  পালিয়ে গেলে মেয়ের বাবা বাদী হয়ে  মধ্যনগর থানায় নারী নির্যাতন ও অপহরণের দায়ে   মামলা দায়ের করে।পরে  শুক্রবার রাতে  পাশ্ববর্তী  মোহনগঞ্জ থানায় ছেলের এক  আত্নীয়র বাড়ি থেকে  দুজনকে উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ ।

মধ্যনগর থানার ওসি  আব্দুল্লাহ আল মামুন বলেন, নারী নির্যাতন ও অপহরণের দায়ে মেয়ের বাবা রেণু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত  আসামী সাইম হোসাইন কে  গ্রেফতার  করে  করে আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েটিকে    মেডিকেল রিপোর্টের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো  হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫৪   ৮৪৪ বার পঠিত   #  #  #