
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
ভাঙ্গায় ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন পুলিশ সুপার আলিমুজ্জামান
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন পুলিশ সুপার আলিমুজ্জামান ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ডে ট্রাফিক পুলিশ বক্সটি উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, আমি সকলকে বলব পুলিশকে সহায়তা করার জন্য। আমরা আসলে চাই একটি মানবিক পুলিশ গড়তে, একটি জনবান্ধব পুলিশ গড়তে। আমরা চাই ভাঙ্গাতে একটি পরিপূর্ণ পুলিশ ইউনিট করতে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান, টিআই বেনজির আহম্মেদ, সালেহ আহমেদ, মেহেদী হাসান, পৌরসভার প্যানেল মেয়র লিয়াকত হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:৫৭:৫৬ ১৩১৫ বার পঠিত #ট্রাফিক পুলিশ #ফরিদপুর #বক্স উদ্বোধন #ভাঙ্গা