বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০

সুপারস্টার পুরষ্কার পাচ্ছেন আরও ৩ জন

Home Page » সারাদেশ » সুপারস্টার পুরষ্কার পাচ্ছেন আরও ৩ জন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০



---বঙ্গ-নিউজঃ আর্ত  ও মানবতার সেবার নিয়োজিত সামাজিক সংগঠন উদ্ভাসিত মুখ সুপারস্টার পুুরষ্কার পাচ্ছেন  আরোও তিন জন।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি এসডি সুব্রত (সাহিত্য) , কবি অজয় রায় (সাহিত্য ), লেখক শাম্মী তুলতুল (সাহিত্য)কে   উদ্ভাসিত মুখ সুপারস্টার অ্যায়ার্ডে  ২০২০ ইং ভূষিত   করা হয়েছে ।

পরবর্তীতে কর্তৃপক্ষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পুরুষ্কার তুলে দেবে।

বাংলাদেশ সময়: ২০:৪২:০১   ১১০২ বার পঠিত   #