সোমবার, ২৯ জুলাই ২০১৩

একক নৃত্যানুষ্ঠান অপি করিমের

Home Page » বিনোদন » একক নৃত্যানুষ্ঠান অপি করিমের
সোমবার, ২৯ জুলাই ২০১৩



00010.jpgবঙ্গ-নিউজ ডটকম:দীর্ঘদিন পর অপি করিমকে এবারের ঈদে তার ভক্তরা পাবেন। তবে অভিনয়ে খুব একটা নয়, অভিনয়ের বাইরেই একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। তার মধ্যে বাংলাভিশনের ‘তুমি রবে নীরবে’ শিরোনামের নৃত্যানুষ্ঠানটি উল্লেখযোগ্য। এটি অপি করিমের একক নৃত্যানুষ্ঠান। সম্প্রতি এই অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে। অপি করিম পাঁচটি গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন। গানগুলো হলো—’তুমি রবে নীরবে’, ‘বাঁশি শুনে’, ‘বৈশাখেতে রঙ্গ’, ‘নাচের তালে’, ‘প্রজাপতিটা যখন তখন’।

ঈদের ২য় দিন রাত ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে অপি করিমের নৃত্যানুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

বাংলাদেশ সময়: ১৫:০৫:২৪   ৩৮৬ বার পঠিত