সোমবার, ৫ অক্টোবর ২০২০

ধ্বর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশ

Home Page » বিবিধ » ধ্বর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশ
সোমবার, ৫ অক্টোবর ২০২০



ফাইল ছবি
মিজানুর রহমান শাকিল;প্রতিনিধি; বঙ্গনিউজঃসাম্প্রতিক সময়ে ধর্ষণের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, সর্বশেষ নোয়াখালী এবং সিলেটের এম সি কলেজে পাশাপাশি প্রতিদিনই অহরহ ধ্বর্ষণ ঘটে চলছে। বিচার হীনতা সংস্কৃতির লাগাম ঘটাতে আজ বিভিন্ন ছাত্র সংগঠন,সচেতন নাগরিক সমাজ সারা দেশেই আন্দোলন গড়ে তোলোছে।
নোয়াখালী, শাহাবাগ,প্রেসক্লাব, দেশের প্রধান প্রধান শহরগুলোতে আন্দোলন চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৪   ৪৫০ বার পঠিত   #  #