রবিবার, ৪ অক্টোবর ২০২০
বাংলাদেশের চিকিৎসক এবং করোনা চিকিৎসা - মেজর ডা. খোশরোজ সামাদ
Home Page » স্বাস্থ্য ও সেবা » বাংলাদেশের চিকিৎসক এবং করোনা চিকিৎসা - মেজর ডা. খোশরোজ সামাদ
১।বাংলাদেশের চিকিৎসকগণ আফ্রিকা জয় করেছে। না অস্ত্র দিয়ে নয়। যুদ্ধ বিদ্ধস্ত কংগো, রুয়ান্ডা, মালি, সুদান, ওয়েস্টার্ন সাহারা , লাইবেরিয়া,সিয়েরা লিয়নসহ অনেক দেশের ভেংগে পরা সবাস্থ্য ব্যবস্থার বৈরী পরিস্থিতির বিরুদ্ধে নিরলস সেবা দিয়ে সুস্থ করেছে হাজারো কালো রংএর মানুষ। জয় করেছে তাঁদের ভালবাসা।
২।তপ্ত মরুর ওয়েস্টার্ন সাহারায় আদিবাদীসহ প্রায় অর্ধশতক দেশের শান্তিরক্ষীর চিকিৎসা দেয়ার সৌভাগ্য আমার হয়। কংগোতে অবহেলিত কালো মানুষের জানা অজানা নানা রোগের চিকিৎসা করবার সুযোগ করে দেয়ার জন্য কতৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। তবে,অজানা রোগের চিকিৎসা করতে যেয়ে সংক্রমিত হয়েছেন এমন চিকিৎসকের সংখ্যাও সংগত কারণে কম নয়।
৩।সি এম এইচ করোনা মোকাবেলায় সারা দেশের প্রশংসা কুড়িয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের করোনা চিকিৎসা করতে যেয়ে আত্মতৃপ্তিতে যেমন ভেসেছি তেমনি চিকিৎসক হিসেবে আস্থার যায়গাটাও বেড়ে গেছে কয়েকগুণ।
৪।করোনা চিকিৎসার অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে টেলি মেডিসিনে করোনাসহ অন্যান্য রোগের চিকিৎসা দিচ্ছি। আপনি যদি সেই সেবা নিতে চান তবে Whatsapp 01707549359 তে ম্যাসেজ করুন।আপনার নাম, বয়স,পেশা জানান । আপনার প্রধান উপসর্গগুলো এভাবে লিখুন - জ্বর ৩ দিন,পাতলা পায়খানা ২ দিন, কাশি ৫ দিন,ইত্যাদি। আমি দ্রুততম সময়ে রিং ব্যাক করবো। বিশেষ জরুরি হলে রিং করা যেতে পারে।পুরোনো কোন প্রেসক্রিপশন / রিপোর্ট থাকলে পাঠাতে পারেন।
৫।আপনাদের কষ্ট বিবেচনায় সপ্তাহের সাতদিনই, ২৪ ঘন্টা এই সেবা দেয়া হয়।
৬।সংকোচ ঝেড়ে ফেলুন। ব্যক্রিগতভাবে আমার পরিচিত বা অপরিচিত যে কেউই এই সেবা নিতে পারেন।
আপনার,আপনার পরিবারের সকল সদস্যর সুসবাস্থ্যই কাম্য।
বাংলাদেশ সময়: ১৫:২৩:১৯ ৫৭২ বার পঠিত #করোনা #খোশরোজ সামাদ #চিকিৎসা #ভাইরাল