রবিবার, ৪ অক্টোবর ২০২০
ছাত্রলীগের ‘বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা’ ইতোমধ্যে উপকৃত হয়েছে প্রায় ১৮০০+ রোগী
Home Page » সারাদেশ » ছাত্রলীগের ‘বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা’ ইতোমধ্যে উপকৃত হয়েছে প্রায় ১৮০০+ রোগী
মিজানুর রহমান শাকিল;প্রতিনিধি; বঙ্গনিউজঃগত ২৫ জুন থেকে ঢাকায় শুরু হওয়া বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা এখন অবধি নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে শুরু করলেও এর বিস্মৃতি এখন চট্টগ্রাম, ময়মনসিংহ ও ফেনীতেও। বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা যতদিন দেশে একজন হলেও করোনা রোগী থাকবে ততদিন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এর উদ্যোক্তা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
চার জেলায় চালু হলেও দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছেন তারা।
অদ্যাবধি ১৮০০ জনকে এই সেবা একবারে বিনামূল্যে পৌঁছে দিয়েছেন তারা।
উল্লেখ্য এতে আরো যুক্ত আছেন বাংলাদেশ ছাত্রলীগের উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক সদস্য রফিকুল ইসলাম সবুজ।গত ২৫ জুলাই ঢাকায় এ কার্যক্রমের উদ্বোধন হয়। এরপর কার্যক্রম চালু হয় চট্টগ্রাম, ময়মনসিংহ ও ফেনীতে। এছাড়াও কুরিয়ারের মাধ্যমে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে সারাদেশে
বাংলাদেশ সময়: ০:৫৫:৫৮ ৬২৬ বার পঠিত #অক্সিজেন #বিনামূল্যে #রোগী