শনিবার, ৩ অক্টোবর ২০২০

স্বপ্নঘুড়ি-গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » স্বপ্নঘুড়ি-গুলশান আরা রুবী
শনিবার, ৩ অক্টোবর ২০২০



---হাজার কিংবা লক্ষ ফুল চাই না-

চাই শুধু একটি তাজা গোলাপ

রঙিন স্বপ্ন: সময় স্রোতে ভেসে-

কতশত মুখ নিত্য নতুন রূপে

এসবের ভিড়ে অপূর্ব মুখশ্রী খুঁজি!

যে হবে চাঁদের আলো, ভোরের রবি-

জীবনের চেয়ে বেশি যারে ভালোবাসি।

কত কথা আছে মনে মনে

-বলবো বন্ধুর  কানে কানে

স্বপ্নঘুড়ি উড়ছে বুকভরা ভালবাসা নিয়ে-

ছন্দ তালে আজ মিলবে দু’জন

চোখে চোখে কথা হবে সারাক্ষণ!

ব্যাকুলতার আজ হবে অবসান-

পৃথিবীর যত সুখ আছে দু’জনায়

সবটুকু উজাড় করে দিবে তারা

সৃষ্টির পূর্ণতার তরে বৃষ্টি ঝরায়!

পরমানন্দে প্রাণের স্পন্দন রেণুস্ব

প্নঘুড়ি হয়ে উড়বে ঐশ্বর্যের ছায়ায়।

বাংলাদেশ সময়: ২২:১০:৫৫   ৫৫২ বার পঠিত